কোন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
A ১৮৫০ জন
B ১৮৭২ জন
C ১৮৯০ জন
D ১৮৩৬ জন
Solution
Correct Answer: Option D
স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা = ১৮০০ জন
৪% ছাত্র চলে যাওয়ায় এবং ৫% নতুন ছাত্রী ভর্তি হওয়ায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় = ২%
∴ বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা= ১৮০০ + ১৮০০ এর ২ %
= ১৮০০ + ১৮০০ × (২/১০০)
= ১৮০০ + ৩৬
= ১৮৩৬ জন