আট বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ ছিল। দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দুইগুণ হবে। দশ বছর পরে পুত্রের বয়স কত বছর?
Solution
Correct Answer: Option C
মনে করি,
৮ বছর আগে পুত্রের বয়স ছিল = x বছর
∴ ৮ বছর আগে পিতার বয়স ছিল = ৮x বছর
∴ বর্তমানে পুত্রের বয়স = (x + ৮) বছর
এবং বর্তমানে পিতার বয়স = (৮x + ৮) বছর
প্রশ্নমতে,
৮x + ৮ + ১০ = ২(x + ৮ + ১০)
⇒ ৮x + ১৮ = ২(x + ১৮)
⇒ ৮x + ১৮ = ২x + ৩৬
⇒ ৮x - ২x = ৩৬ - ১৮
⇒ ৬x = ১৮
⇒ x = ৩
∴ বর্তমানে পুত্রের বয়স = ৩ + ৮ = ১১ বছর
তাহলে,
১০ বছর পরে পুত্রের বয়স = ১১ + ১০ = ২১ বছর