Solution
Correct Answer: Option D
আল-আকসা মসজিদ জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এটির সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরিফ বলা হয়। এছাড়াও স্থানটি "টেম্পল মাউন্ট" বলে পরিচত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয়।
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে নিয়ে OIC গঠিত হয়।
এই মসজিদে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যকার উত্তেজনার জের ধরে গত ১০ মে ২০২১ ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। এই যুদ্ধ ১১ দিন স্থায়ী ছিল।