সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
A ডায়মন্ড
B কয়লা
C খনিজ তেল
D চীনামাটি
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
- প্রথম গ্যাসক্ষেত্রও আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে(১৯৫৫ সালে) এবং গ্যাস উত্তোলন শুরু করে ১৯৫৭ সালে।