'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?

A ভুটান

B চীন

C রাশিয়া

D উজবেকিস্তান

Solution

Correct Answer: Option C

• গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- রাশিয়ার সংবাদ সংস্থা - তাস।
- মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বারনামা।
- চীনের বার্তা সংস্থা - সিনহুয়া।
- মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
- পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions