Solution
Correct Answer: Option C
• গুরত্বপূর্ণ কিছু সংবাদ সংস্থা:
- রাশিয়ার সংবাদ সংস্থা - তাস।
- মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বারনামা।
- চীনের বার্তা সংস্থা - সিনহুয়া।
- মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।
- ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
- পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।