Solution
Correct Answer: Option B
- শরীরের তাপমাত্রা যে থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে।
- ক্লিনিক্যাল থার্মোমিটারে ফারেনহাইট (F) স্কেল ব্যবহার করা হয়।
- এতে ৯৫-১১০° ফারেনহাইট পর্যন্ত দাগ কাঁটা থাকে।
- মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা ৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সেলসিয়াস।
- তবে মানবদেহের তাপমাত্রা ৯৮ ডিগ্রী ফারেনহাইট ধরলে সেলসিয়াস স্কেলে ৩৬.৬৭ হবে।