‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি’ সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?

A ২টি

B ৩টি

C ৪টি

D ৫টি

Solution

Correct Answer: Option B

• আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি - সাধু ভাষার এ বাক্যে তিনটি ভুল রয়েছে।
• প্রদত্ত বাক্যে ‘তার’ শব্দের পরিবর্তে হবে সাধুরূপ - তাহার। এবং প্রদত্ত বাক্যে ‘উদ্ধত’ এবং ‘ব্যাথিত ’শব্দটির প্রয়োগ সঠিক নয়।
• শুদ্ধ বানান - ঔদ্ধত্য (বিশেষ্য) - সংস্কৃত শব্দ, অর্থ: দৃঢ়তা, স্পর্ধা, অবিনয়, উগ্রতা, দর্প, গর্ব। 
• শুদ্ধ বানান - ব্যথিত (বিশেষণ) - সংস্কৃত শব্দ। অর্থ: সন্তপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যথা পেয়েছে এমন, পীড়িত। 
• সুতরাং, বাক্যটি হবে এরূপ: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions