Solution
Correct Answer: Option D
- কোন কিছু দিয়ে তৈরি হওয়া বুঝালে of এবং কোন কিছু থেকে তৈরি হওয়া বুঝালে from বসে।
- অর্থাৎ উৎপাদিত বস্তুর সাথে উপাদানের মিল বুঝা গেলে ‘of’ বসে। আর উপাদানের মিল বুঝা না গেলে ‘from’ বসে।
- চেয়ার কাঠ দিয়ে তৈরি এটা বোঝা যায়, কিন্তু পেপার কাঠ দিয়ে তৈরি এটা বোঝা যায় না।