বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?

A ইলিশ

B জামদানি শাড়ি

C ফজলি আম

D মসলিন কাপড়

Solution

Correct Answer: Option B

• জি আই হল ভৌগলিক নির্দেশক চিহ্ন যা কোন পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়।
• একটি GI তে সাধারণত উৎপত্তিস্থলের নাম (শহর, অঞ্চল বা দেশ) অন্তর্ভুক্ত থাকে।
• GI এর পূর্ণরুপ হল Geographical indication ভৌগলিক নির্দেশক।
• জি আই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (world intellectual property organization)।
• বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হচ্ছে জামদানি
• এটি ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions