‘সবকটি জানালা খুলে দাও না’ বাক্যে ‘না” এর ব্যবহার-
Solution
Correct Answer: Option D
- অলংকারের কাজ সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি করা এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন।
- অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ- যার দ্বারা ভূষিত করা হয় বা সজ্জিত করা হয়।
- কাব্যের সৌন্দর্যকে বৃদ্ধি করবার জন্যে যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাই অলংকার।
- প্রদত্ত বাক্যে ‘না’ শব্দটি বাক্যের সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন করেছে।
- সুতরাং, প্রদত্ত বাক্যে ‘না’ অলংকার সূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।