সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কোন দেশের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে?

A মালয়েশিয়া

B পাকিস্তান

C সংযুক্ত আরব আমিরাত

D শ্রীলঙ্কা

Solution

Correct Answer: Option B

- স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
- ২০২৪ সালের ১১ নভেম্বর পাকিস্তান থেকে আসা কার্গো জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ (MV Yuan Xiang Fa Zhan) চট্টগ্রাম বন্দরে নোঙর করে।
- দুবাই হয়ে করাচি থেকে সরাসরি চট্টগ্রাম আসার ফলে পণ্য পরিবহনের সময় আগের (২৩-২৪ দিন) চেয়ে কমে ১০-১২ দিনে নেমে এসেছে।

সোর্স: প্রথম আলো (১৪ নভেম্বর ২০২৪)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions