Solution
Correct Answer: Option C
- ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, যা ক্রিয়া প্রকৃতির অন্য নাম।
- ধাতু কথাটি বোঝানোর জন্য ধাতুর আগে (√) অগ্রদূত চিহ্নটি ব্যবহার করতে হয়।
- এই চিহ্ন ব্যবহার করলে ‘ধাতু’ কথাটি লেখার প্রয়োজন হয় না।
- যেমন: √কর্ (কর্ ধাতু), √পড় (পড় ধাতু) ইত্যাদি।