Solution
Correct Answer: Option A
বাক্য সংকোচন/এককথায় প্রকাশ:
- বাস করার ইচ্ছা - বিবৎসা
- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা
- বলার ইচ্ছা - বিবক্ষা,
- বমন করার ইচ্ছা - বিবমিষা
- পাওয়ার ইচ্ছা - ঈপ্সা,
- জয় করার ইচ্ছা - জিগীষা,
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- লাভ করার ইচ্ছা - লিপ্সা,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা,
- মুক্তি লাভে/পেতে - মুমুক্ষা।