E-banking-এর সমার্থক কোনটি?
A Tele Banking
B Pure Banking
C Automated Banking
D Internet Banking
Solution
Correct Answer: Option D
• ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
• তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'।
• E-banking-এর সমার্থক Internet Banking.