Solution
Correct Answer: Option C
সঠিক বাক্য-C);He and I did our best.
- A) He and I did my best: এই বাক্যটি ভুল কারণ "my best" বলতে বক্তার নিজের সর্বোচ্চ চেষ্টাকে বোঝায়। "He" কে "my best" করার কথা বলা যুক্তিসঙ্গত হবে না।
- B) He and I did his best: A) এর মতোই, "his best" বলতে তার নিজস্ব সর্বোচ্চ চেষ্টাকে বোঝায়। "We" কে "his best" করার কথা বলা যুক্তিসঙ্গত হবে না।
- C) He and I did our best: এটি সবচেয়ে যুক্তিসঙ্গত । এর মানে হল "he" এবং "you" (বক্তা) উভয়েই একসাথে কাজ করেছেন এবং আপনাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
- D) He and I did their best বাক্যটি ভুল কারণ এটি কেবলমাত্র তিনজন বা তার বেশি লোকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। "He" এবং "I" দুজন ব্যক্তি, তাই "their best" ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়।