Solution
Correct Answer: Option B
- সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ ।
- ১৬৮০ সালে মুঘল সুবেদার শায়েস্তা ধার আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন।
- এ মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোণায় একটি করে ছোট গম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়।