কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থগুলোর মধ্যে কোনটি উপন্যাস?

A কুহেলিকা

B ব্যথার দান

C শিউলিমালা

D রিক্তের বেদন

Solution

Correct Answer: Option A

- কাজী নজরুল ইসলামের রচনাবিশ্বে উপন্যাস রচনারও স্থান ছিল; উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে কুহেলিকা অন্যতম।
- তার অন্যান্য উপন্যাসের নামগুলোর মধ্যে বাঁধনহারামৃত্যুক্ষুধা রয়েছে, যা উপন্যাস রূপে প্রকাশিত হয়েছে।

কাজী নজরুল ইসলাম: 
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। 
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’। 
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত। 

তাঁর সংগীত বিষয়ক গ্রন্থ: 
- চোখের চাতক, 
- নজরুল গীতিকা, 
- সুর সাকী, 
- বনগীতি প্রভৃতি। 

তাঁর রচিত উপন্যাস: 
- বাঁধন-হারা, 
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা। 

তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ: 
- রাজবন্দীর জবানবন্দি, 
- দুর্দিনের যাত্রী, 
- যুগবাণী, 
- রুদ্র মঙ্গল। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions