• SALT(Strategic Arms Limitation Talks ); কৌশলগত অস্ত্র সীমিতকরণে ১৯৭২ সালে SALT-I ও ১৮ জুন ১৯৭৯ সালে SALT_II স্বাক্ষরিত হয়। • START-2 হলো রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত দূরপাল্লার পারমাণবিক ক্ষেপনাস্ত্র ১০ বছরের মধ্যে দুই-তৃতীয়াংশ হ্রাস করা সংক্রান্ত চুক্তি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions