Solution
Correct Answer: Option C
- সাবানের ফেনা একটি পদার্থ, তবে এটি কঠিন, তরল বা গ্যাস নয়।
- এটি একটি কলয়েড, যা দুটি বা ততোধিক পদার্থের মিশ্রণ যা একে অপরের মধ্যে দ্রবীভূত হয় না।
- সাবানের ফেনার ক্ষেত্রে দুটি পদার্থ হলো পানি ও বাতাস।
- বায়ু ক্ষুদ্র বুদবুদের মধ্যে আটকে আছে, যা জলের একটি পাতলা ফিল্ম দ্বারা বেষ্টিত।