৬০ মিটার দীর্ঘ মেট্রোরেলের গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি. হলে রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে মেট্রোরেলটির কত সময় লাগবে?
A ১.০ সেকেন্ড
B ৪.৫ সেকেন্ড
C ৩.৬ সেকেন্ড
D ১ মিনিট
Solution
Correct Answer: Option C
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
৬০ কি.মি. = (৬০ x ১০০০) মিটার
= ৬০০০০ মিটার
ট্রেনটি ৬০০০০ মি. অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ১ মি. অতিক্রম করে = (৩৬০০/৬০০০০) সেকেন্ডে
∴ ট্রেনটি ৬০ মি. অতিক্রম করে = (৩৬০০× ৬০)/৬০০০০ ঘণ্টায়
= ৩.৬ সেকেন্ড