তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?

A চলিত রীতি

B সাধুরীতি

C মিশ্ররীতি

D আঞ্চলিক রীতি

Solution

Correct Answer: Option B

- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়।
- দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।
- এ রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি।
- উনিশ শতকের শুরুতে সাধু রীতির বিকাশ ঘটে।
- বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির ব্যাপক প্রচলন ছিল।
- রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions