সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় ?  

A নেপাল

B ভুটান

C মালদ্বীপ

D সিয়েরালিয়ন

Solution

Correct Answer: Option B

- সম্প্রতি ভুটানের তরুণী কারমা দেমাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয়।
- ১৯ জানুয়ারি, ২০২৪ সালে কারমার নাকে অস্ত্রোপচার হয়। তার শরীরের তরুণস্থি ও হাতের চামড়া নিয়ে নাক পুনর্গঠন করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions