বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্রবর্তক কে?

A সেলিম আল দীন

B নাসির উদ্দিন ইউসুফ 

C মামুনুর রশীদ 

D নির্মলেন্দু গুণ 

Solution

Correct Answer: Option A

- নাট্যাচার্য সেলিম আল দীন বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক।
- তিনি ১৯৮১-৮২ সালে নাট্য- নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে 'গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
- নাট্য সাহিত্যে তিনি এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'।
- 'বিপরীত তমসায়', 'ঘুম নেই', 'মুনতাসির', 'কীত্তনখোলা', 'চাকা', 'হরগজ', 'হাতহদাই', 'ধাবমান', 'জন্ডিস ও বিবিধ বেলুন', 'পুত্র', 'বাসন', 'শকুন্তলা', 'কেরামতমঙ্গল', 'যৈবতী কন্যার মন' প্রভৃতি নাটকে তিনি লোকজ উপাদানের সাথে মিথ বা পুরাণকেও অসাধারণভাবে ব্যবহার করে নাটকে কবিতা, গান, গল্প ও নাট্যের সমন্বয় ঘটিয়েছেন চমৎকারভাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions