Solution
Correct Answer: Option B
- যেসব সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তিত বা বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাদের অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- 'নেমন্তন্ন' শব্দটি সংস্কৃত 'নিমন্ত্রণ' শব্দ থেকে এসেছে।
- 'নিমন্ত্রণ' শব্দটি বাংলা ভাষায় উচ্চারণের সুবিধার্থে কিছুটা পরিবর্তিত হয়ে 'নেমন্তন্ন' রূপ ধারণ করেছে।
- একইভাবে, 'জ্যোৎস্না' থেকে 'জোছনা', 'গৃহিণী' থেকে 'গিন্নি' ইত্যাদিও অর্ধ-তৎসম শব্দের উদাহরণ।