১০৫ থেকে ১৩৫ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

A ১১৯

B ১২০

C ১২১

D ১২৪

Solution

Correct Answer: Option A

- মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
- প্রথমে, ১০৫ থেকে ১৩৫ এর মধ্যে থাকা ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা দুটি বের করতে হবে।
- ১০৫ এর পরে প্রথম মৌলিক সংখ্যাটি হলো ১০۷।
- ১৩৫ এর ঠিক আগের মৌলিক সংখ্যাটি হলো ১৩১।
- এখন এই দুটি সংখ্যার গড় নির্ণয় করতে হবে।
- গড় = (সংখ্যা দুটির যোগফল) / ২ = (১০৭ + ১৩১) / ২ = ২৩৮ / ২ = ১১৯।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions