Solution
Correct Answer: Option A
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী (১৮৩৪-১৯০৩)
- দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব এবং নারী শিক্ষার পথিকৃৎ।
- আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে ১৯ শতকের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিত।
- তিনিই প্রথম মুসলিম গদ্য-পদ্য লেখিকা ছিলেন।
• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
- রূপজালাল (১৮৭৬)
- সঙ্গীত লহরী
- সঙ্গীত সার।
রহিমুন্নেছা (১৭৬৩-১৮০০)
- অন্ত্যমধ্যযুগীয় বা মধ্যযুগের শেষের অর্থাৎ ১৮ শতকের শেষের বাংলা সাহিত্যের একজন কবি।
- তাঁকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি বলা হয়।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২)
- ২০ শতকের প্রারম্ভিককালের বাঙালি চিন্তাবিদ, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক।
- তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত।
নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী (১৮৯৪-১৯৭৫)
- ২০ শতকের বাংলার প্রথম মুসলিম নারী ঔপন্যাসিক।