কোন বাক্যে ধ্বন্যাত্মক শব্দ আছে?
A চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল
B আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
C লোকটি তীরবেগে চলিয়া গেল
D সে প্রায় চিৎকার করে কথা বলল
Solution
Correct Answer: Option A
- কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।
- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: চিলটি সাঁইসাঁই করে উড়িয়া গেল। সাঁ সাঁ করে তিরগুলো ছুটে যাচ্ছে। ফোড়া টনটন করে।