মহুয়া পালাটির রচয়িতা কে?

A মুকুন্দরাম চক্রবর্তী

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C দ্বিজ কানাই

D আলাওল

Solution

Correct Answer: Option C

- 'মহুয়া' পালাটি 'মৈমনসিংহ গীতিকা'-র অন্তর্ভুক্ত একটি বিখ্যাত আখ্যানকাব্য।
- এটি একটি প্রণয়ধর্মী লোকগাথা, যা নদের চাঁদ এবং মহুয়া নামের এক বেদে কন্যার প্রেম ও বিয়োগান্তক পরিণতি নিয়ে রচিত।
- এই পালাটির সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে এবং সম্পাদক ছিলেন ড. দীনেশচন্দ্র সেন।
- পালাটির রচয়িতা হিসেবে দ্বিজ কানাইয়ের নাম পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions