The human body feels comfortable when the heat stored in the body is -
Solution
Correct Answer: Option C
- মানব দেহ ততক্ষণে আরামদায়ক অনুভব করে যখন দেহের তাপমাত্রা সঠিক মাত্রায় থাকে, অর্থাৎ যখন দেহে তাপের সংরক্ষিত পরিমাণ শূন্যের সমান।
- এর মানে হলো দেহের তাপমাত্রা যখন স্বাভাবিক অবস্থায় থাকে এবং তাপ বিনিময়ের ফলে না বাড়ে বা কমে, তখন দেহের আরামদায়ক অনুভূতি বজায় থাকে।