বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ সংখ্যা কত?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

- পরাশ্রয়ী বর্ণ হলো সেই সব বর্ণ, যারা নিজেরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না।
- এগুলো অন্য কোনো স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়।
- বাংলা বর্ণমালায় মোট ৩টি পরাশ্রয়ী বর্ণ রয়েছে।
- বর্ণগুলো হলো: অনুস্বার (ং), বিসর্গ (ঃ), এবং চন্দ্রবিন্দু (ঁ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions