'মঙ্গলকাব্য' বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্যিক নিদর্শন?

A আদিযুগ

B মধ্যযুগ

C অন্ধকার যুগ

D প্রায় আধুনিক যুগ

Solution

Correct Answer: Option B

- মঙ্গলকাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের (আনুমানিক ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক) অন্যতম প্রধান কাব্যধারা।
- এই কাব্যে বাংলার বিভিন্ন স্থানীয় দেব-দেবীর মাহাত্ম্য ও পূজা প্রচারের কাহিনী তুলে ধরা হয়েছে।
- মঙ্গলকাব্য সাধারণত কোনো দেব বা দেবীর পূজা প্রতিষ্ঠা করার কাহিনি বর্ণনা করে।
- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি হলো উল্লেখযোগ্য মঙ্গলকাব্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions