Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি ।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অণু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
- তৎসম উপসর্গ তৎসম শব্দের পূর্বে বসে।
- ‘উপ' উপসর্গটির 'ক্ষুদ্র' অর্থে ব্যবহৃত শব্দ: উপ (তৎসম উপসর্গ) + গ্রহ (তৎসম শব্দ) = উপগ্রহ, উপসাগর, উপনেতা ।