বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ -
Solution
Correct Answer: Option D
- প্রমথ চৌধুরী রচিত বাংলা সাহিত্যে চলিত ভাষায় প্রথম গদ্য রচনা 'হালখাতা' ।
- এটি প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয় ।
- প্রচলিত বইগুলোয় উত্তর দেয়া হয়েছে ১৯১৬ সালে প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বীরবলের হালখাতা' ।
♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।
♦ তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।
♦ সনেট পঞ্চাশৎ ও পদচারণ তাঁর রচিত কাব্যগ্রন্থ।