Solution
Correct Answer: Option D
- অনুসর্গ হলো এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে। উৎস অনুসারে বাংলা অনুসর্গগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: তৎসম বা সংস্কৃত, তদ্ভব বা বাংলা এবং বিদেশি অনুসর্গ।
- এখানে, 'অপেক্ষা', 'জন্য', 'কর্তৃক' ইত্যাদি তৎসম বা সংস্কৃত অনুসর্গ। অন্যদিকে, 'ছাড়া' একটি তদ্ভব বা খাঁটি বাংলা অনুসর্গ। তাই সঠিক উত্তর হলো 'ছাড়া'।