বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-

A নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

B অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

C ক্রম হ্রাসমান

D অপরিবর্তিত থাকছে

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয়- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত ।
- বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০২০-২১ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১২.০৭ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ২০২১-২২ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১১.৫০ শতাংশ, ২০২৩ সালে তা আরোও হ্রাস পেয়ে হয় ১১.২০%(অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩) ।
- সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions