ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩। ক এর নিকট ৮০০ টাকা থাকলে গ এর টাকার পরিমান কত
Solution
Correct Answer: Option D
ক : খ = ৪ : ৫ = (৪ × ২) : (৫ × ২) = ৮ : ১০
খ : গ = ২ : ৩ = (২ × ৫) : (৩ × ৫) = ১০ : ১৫
∴ ক : খ : গ = ৮ : ১০ : ১৫
ধরি,
ক, খ ও গ এর টাকার পরিমাণ যথাক্রমে ৮ক, ১০ক ও ১৫ক টাকা
প্রশ্নমতে,
৮ক = ৮০০
বা, ক = ৮০০/৮
∴ ক = ১০০
∴ গ এর টাকার পরিমাণ = (১৫ × ১০০) টাকা
= ১৫০০ টাকা।