Solution
Correct Answer: Option C
- Axial tension: এটা হলো বোল্টের দৈর্ঘ্যের সাথে সাথে কাম দেওয়া এক ধরণের টান, যা বোল্টকে লম্বা করে টানতে চায়। কিছু কিছু ক্ষেত্রে, শিয়ার বলের (Shear stress) সাথে সাথে বোল্ট এই টানের মধ্যেও থাকে।
- যেমন, ধরুন একটা ওজন বাতাসে ঝুলছে আর সেটা ধরে রাখার জন্য একটা বোল্ট লাগানো। এই অবস্থায় ওজনটা নিচের দিকে টান দেয় (axial tension), আর সেই টান ঠেকাতে হ্যাংগারটা ওপরের দিকে বোল্টকে চেপে ধরে (shear stress)।