Solution
Correct Answer: Option A
» গ্রিকদের অবদান ছিল সভ্যতার ক্ষেত্রে।
» গ্রিক সভ্যতায় যুক্তিবাদী দার্শনিকদের বলা হয় – সোফিস্ট
» গ্রিক সভ্যতার অন্যতম অবদান – গণতন্ত্র ।
» গ্রিকদের প্রধান দেবতার নাম- জিউস
» প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে যে সভ্যতায় – গ্রিক সভ্যতায়
» প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে – গ্রিসের এথেন্স ও স্পার্টা।
» সভ্যতা ছাড়া গ্রিকদের আর অবদান ছিল জ্যামিতি (উপপাদ্য), গণিত ও চিকিৎসা।
» যে সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি – গ্রিক সভ্যতা।
» হেলেনিস্টিক সংস্কৃতি – গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে সৃষ্ট সভ্যতা।
» ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে – গ্রীক । ইতিহাসের জনক বলা হয়— গ্রীক ইতিহাসবেত্তা হেরোডোটাসকে
» বৈজ্ঞানিক ইতিহাসের জনক – থুকিডাইডিস।
» অলিম্পিক খেলা শুরু হয় – ৭৭৬ খ্রিস্ট-পূর্বাব্দে।
» পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে – গ্রিক বিজ্ঞানীরা ।