His behavior surprised me. The passive form is-
A I am surprised at his behavior
B I was surprised with his behavior
C I had been surprised with his behavior
D I was surprised at his behavior
Solution
Correct Answer: Option D
- প্রদত্ত Active Voice-এর বাক্যটি Past Indefinite Tense-এ রয়েছে।
- Passive Voice-এ রূপান্তর করার নিয়ম অনুযায়ী, Object (me) Subject (I) হিসেবে বাক্যের শুরুতে বসবে।
- এরপর Tense অনুযায়ী Auxiliary Verb (was) বসবে এবং মূল Verb-এর Past Participle Form (surprised) ব্যবহৃত হবে।
- কিছু Verb, যেমন- surprise, annoy, shock ইত্যাদির পর 'by' না বসে 'at' বসে।
- তাই সঠিক উত্তরটি হলো: I was surprised at his behavior.