ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়?
Solution
Correct Answer: Option A
- বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়।
- বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ।
- ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে বা ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ ।
- যেমন: অ, আ, ক, খ ।