শুধু বাংলায় পাস করে = (৬০ - ৪০)%
= ২০%
শুধু গণিতে পাস করে = (৫০ - ৪০)%
= ১০%
বাংলা, গণিত এবং উভয় বিষয়ে পাস করে = (২০ + ১০ + ৪০)%
= ৭০%
∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৭০)%
= ৩০%
৩০ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ জন
১ জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০/৩০ জন
৬০জন ফেল করলে মোট পরীক্ষার্থী = ১০০ × ৬০/৩০ জন
= ২০০ জন