'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?
A সৈয়দ সুলতান
B আলাওল
C বিদ্যাপতি
D সাবিরিদ খা
Solution
Correct Answer: Option B
মধ্যযুগের অন্যতম কবি আলাওল । সতেরো শতকের এ কবি আরাকান রাজসভায় শ্রেষ্ঠ মুসলিম কবি । তার রচিত 'পদ্মাবতী' (১৬৫১) কাব্য অযোধ্যার কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে রচনা করা হয়েছে । 'পদুমাবৎ' কাব্যগ্রন্থটি ১৫৪০ সালে রচিত হয় ।