‘হাসান বই পড়ে'- কোন বর্তমান কালের উদাহরণ?
A সাধারণ
B বর্তমান
C নিত্যবৃত্ত
D পুরাঘটিত
Solution
Correct Answer: Option A
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন:
- আমি ভাত খাই।
- শিক্ষক শ্রেণিকক্ষে এলেন।
- হাসান বই পড়ে।
- সে ভাত খায়।
- আমি বাড়ি যাই ।