We _____ waiting for him until he comes back.
Solution
Correct Answer: Option A
- shall be: এই বাক্যে "shall be" Future Continuous Tense নির্দেশ করে।
- Future Continuous Tense ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতে কিছু সময় ধরে চলতে থাকবে।
- এখানে "until he comes back" বোঝায় যে কাজটি (waiting) ভবিষ্যতে চলতে থাকবে যতক্ষণ না সে ফিরে আসে। সুতরাং, সঠিক উত্তর হবে "We shall be waiting for him until he comes back."