একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 এবং বৃহত্তম কোণ 90° হলে ক্ষুদ্রতর কোণের মান কত?
A 60 ডিগ্রী
B 75ডিগ্রী
C 30ডিগ্রী
D 45ডিগ্রী
Solution
Correct Answer: Option D
এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ । যেহেতু ত্রিভুজটির একটি কোণ হচ্ছে 90º , তাই অপর দুটি কোণের সমষ্টি হবে 90º এবং দুটি কোণই হবে পরস্পর সমান অর্থাৎ দুটি কোণের প্রতিটির মান হবে 45º । সুতরাং ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান 45º ।