'India Wins Freedom' - গ্রন্থটির লেখক কে?
A জওহরলাল নেহেরু
B মাওলানা মুহাম্মদ আলী
C সৈয়দ আমীর আলী
D মৌলানা আবুল কালাম আজাদ
Solution
Correct Answer: Option D
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নিরপেক্ষ দলিল 'India Wins Freedom' গ্রন্থের লেখক মওলানা আবুল কালাম আজাদ । তিনি ১৯২০ এর দশকে মূলত রাজনীতিতে সংশ্লিষ্ট হন । তিনি দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ।