কোনটি বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
Solution
Correct Answer: Option A
সৈয়দ শামসুল হক রচিত বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক ' নূরলদীনের সারাজীবন' । রংপুরের আঞ্চলিক ভাষায় রচিত পয়ার ছন্দে বিন্যস্ত এ কাব্যনাট্য বাংলা নাটকের ইতিহাসে সঞ্চার করেছে এক নতুন মাত্রা । তার রচিত আরো কয়েকটি কাব্যনাট্য- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণ্নায়ক, এখানে এখন । মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' নাটকের মূল উপজীব্য ১৭৬১ সালের পানিপথের তৃতীয় যুদ্ধ । মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' এবং তার রচিত প্রহসন 'একেই কি বলে সভ্যতা?' ।