পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়?
Solution
Correct Answer: Option C
পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় । অর্থ্যাৎ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়তন সবচেয়ে কম । 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা কমালে বা বাড়ালে পানির আয়তন বৃদ্ধি পায় অর্থ্যাৎ ঘনত্ব বাড়ে । এই ধরনের প্রসারনের জন্য পানির প্রসারণকে ব্যাতিক্রমধর্মী প্রসারণ বলে ।