কোন বিপ্লবের মাধ্যমে ২০০ বছরের রাজতান্ত্রিকতার পতন হয়?
A কিউবা বিপ্লব
B চীনা বিপ্লব
C ইরানি বিপ্লব
D রুশ বিপ্লব
Solution
Correct Answer: Option B
চীনা বিপ্লব
সংঘটিত হয়ঃ ১৯১১-১৯১২
অপর নামঃ চীনের জাতীয়তাবাদী/প্রজাতান্ত্রিক বিপ্লব।
নেতাঃ সান ইয়াৎ সিন (প্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রেসিডেন্ট)।
পতন হয়ঃ কিং সাম্রাজ্যের (মাঞ্চু বংশ) রাজা পুইয়ের।
ফলাফলঃ প্রজাতান্ত্রিক চীনের যাত্রা এবং ২০০ বছরের রাজতান্ত্রিকতার পতন।