Where is 'Bangabandhu Sheik Mujib Square' being constructed?

A Tetulia

B Fatullah

C Fulgazi

D Shibganj

E None

Solution

Correct Answer: Option A

- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধায় নির্মিত হচ্ছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষয়ার'।
- টুইন টাওয়ার কিংবা লন্ডন ব্রিজের আদলে দৃষ্টিনন্দন এই স্থাপনাটি মহাসড়কের দুই পাশে থাকবে ৫ তলার দুটি ভবন।
- ভবন দুটি যুক্ত হবে একটি সেতুর মাধ্যমে।
- সম্পূর্ণ স্থাপনা হবে স্টিল স্ট্রাকচারের।
- দেশের উত্তরপ্রান্তে আসা পর্যটকদের সুবিধার্থে এই স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে।
- নান্দনিক এই স্থাপনা নির্মাণ করছে পঞ্চগড় জেলা পরিষদ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions